Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

মৎস্য বীজ উৎপাদন খামার, চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা কর্তৃক সম্পদিত সাম্প্রতিক কার্যক্রম:

১। সম্প্রসারণমূলক কর্মকান্ড:

    ক. অফিস পরামর্শ: লক্ষ্যমাত্রা  - ১৫০ জন, অর্জন  - ২৪ জন।

    খ. পুকুর পরিদর্শন পূর্বক পরামর্শ প্রদান: লক্ষ্যমাত্রা - ১০০ জন, অর্জন  - ১৮ জন।

   গ. সংযোগ চাষী লক্ষ্যমাত্রা - ১৫ জন, অর্জন - ০৩ জন।

২। প্রশিক্ষণ কার্যক্রম: লক্ষ্যমাত্রা - ৪০ জন, অর্জন - ০০ জন

৩। পোনা  অবমুক্তি কার্যক্রমে মাছের চারা পোনা সরবরাহ: সরকারি পর্যায়ে।

   ক) চুয়াডাঙ্গা সদর উপজেলায়:   ৩২২ কেজি।

   খ) আলমডাঙ্গা উপজেলায়:  ৪২২  কেজি।

   গ) দামুড়হুদা উপজেলায়: ৩৩৬ কেজি।

৪। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন।

৫। অত্র খামারে মাছের রেনু পোনা, ধানি পোনা, আঙ্গুলে পোনা ও চারা পোনা উৎপাদন সরকারি ও বেসরকারি পর্যায়ে সরবরাহ।

৬। বছরের বিভিন্ন সময়ে সরকার কর্তৃক অর্পিত বিবিধ দায়িত্ব পালন।